পাঁচটি সন্তান যার
কতইনা সুখ তার
অতি আদরে করেছে পালন
শত কষ্ট করেছে বরণ
হাসি-মুখে একটি আশায়
সন্তান বড় হবে,মাকে সুখ দেবে।
ছোটবেলায় শত কাজেও 
করেনি কার্পণ্য, দিতে স্তন্য
শীতের গভীর রাতে
মায়ের কভূ হয়নি কষ্ট 
কাপড় যত করেছি নষ্ট 
পাল্টেছে সযত্নে, ব্যথা নেয়নি মনে।
সন্তানের দুঃখে যেমন মা দিশেহারা
সুখেও তেমনি মা আনন্দে আত্নহারা,
সন্তানের জন্মের পর দিন যত যায়
ঘুমাতে পারেনা মা দুর্ভাবনায় 
সন্তানের সুখের জন্য 
কত ত্যাগ-কত স্বপ্ন 
মানুষ হয়েছে সবাই
মায়ের কষ্ট ব্যর্থ হয়নাই।
বড় ছেলে ডাক্তার, থাকে শহরে
মেঝ ছেলে অফিসার
চলে গেল বাহিরে,
ছোট ছেলে ব্যারিস্টার হতে 
গেল চলে লন্ডন 
হাহাকারে ভরে গেল 
মায়ের জীবন।
দুই মেয়ে বিয়ে দিয়ে
মা হল একা
ঘরে আর কেউ নেই 
সবকিছুই ফাঁকা।
মায়ের মন সারাক্ষণ
কি যেন খুঁজে ফিরে
বাচ্চারা ছোট হলে
থাকতো তাকে ঘিরে,
মাও তাদের বুকে নিত
গভীর আদরে।
পাঁচ সন্তানের গর্বিত মা
এখন শেষ বয়সে
সব কিছুই হারা,
চিরদিন এভাবেই একাকী জীবন
কাটায় নিঃসঙ্গ মায়েরা।
Thursday, August 7, 2008
মায়ের একাকিত্ব
Subscribe to:
Post Comments (Atom)
 
No comments:
Post a Comment