Monday, August 25, 2008

মমতাময়ী আপা

জন্ম দিয়েছে মা আমায়
আপা করেছে লালন
তাইতো তাকে ভুলতে পারিনা
মনে রবে আজীবন
মায়ের পরে বড় আপন
আমার বড় বোন
পারবনা আমি দিতে কভূ
তার স্নেহের প্রতিদান,
দোয়া করি সর্বদা আল্লাহ
রাখুক আপার মান
আমার তরে তার শত ত্যাগ
সর্বদা ভাবি মনে নিয়ে আবেগ,
কখনো যেন আপার মন
ব্যথিত না হয় আমার জন্য
চিরদিন আমি থাকতে চাই
আমার আপার স্নেহধন্য

2 comments:

Espacio Público said...

I don't know what is written here but certainly I just enjoy seeing the beautiful bangla writing and think that what is expressed here must be as great.

Jainub Khanam said...

Hi Kira,how are you? thanks for your comments. i hope that,you will send more comments my any writes.