অতিরিক্ত খাবার খেলে
পেটের পীড়া হয়,
অতিরিক্ত পানাহারে
বমি ভাব হয়।
অতিরিক্ত ঘুম যেমন
শরীর অলস করে,
বেশী কথা বলে যে
বাচাল বলে তারে।
কম কথা বললে সবাই
নিরাপদে থাকে,
অধিক কথার জন্যে সবাই
পড়ে বিপদের ঘূর্ণিপাকে।
অতি লোভে পাপ-পাপে মৃত্যু
সবার জানা আছে,
অতি ভক্তি চোরের লক্ষণ
এ কথা নয় মিছে।
অতি রাগী বীর পুরুষ নয়
সংযমেই সুপুরুষ হয়।
অতি হাসি-অতি কান্না
গবেষণায় প্রমাণ,
মরতে হবে ধূকে ধূকে
করলে অতি ধূমপান।
অতিরিক্ত পড়লে মানুষ
পাগল হবার থাকে ভয়
অতিরিক্ত টি.ভি দেখলে
জ্ঞান-দৃষ্টি-মস্তিষ্কের ক্ষয়।
এক নারীতে আছে সুখ
২য় নারীতে ক্ষয় যৌবন,
৩য় নারীতে হয় এইডস
পরিণতিতে বরণ কর
অল্প বয়সে মরন।
অতিরিক্ত কাজের সাথে
বিশ্রাম আছে গাঁথা,
অনেক জ্ঞান দিয়ে আজ
শেষ করছি কথা,
পরিশেষে বলে যাই
অতিরিক্ত ভাল নয়,
অল্পতে সন্তুষ্ট যে
তার জীবনই সুখের হয়।
Tuesday, July 29, 2008
অতিরিক্ততা ভাল নয়
ভাসমান নারী
বর্ষাকাল সুসময় তাদের
যারা মাতাল নারীলোভী
বৃষ্টি ভেজা রাতের আঁধারে
রাস্তার নারী হারায় সবি।
রাতের বেলায় কেউ শুনেনা
তাদের করুণ চিৎকার
পরবর্তীতে এই নারীরাই
হয় এইডস এর স্বীকার।
যদি কেউ ভাসমান নারীর কথা
ভাবেনা কভু আর
অনেক পরে চরম মূল্য
দিতেই হবে সবার।
নারী যারা ভাসমান
হচ্ছে না তাদের পূনর্বাসন।
আশ্রয়হীনার কথা কেন ভাবেনা
যারা বিবেকবান,
এরা নোংরা রোগ ছড়ালে
দেশ হারাবে সম্মান।
Saturday, July 26, 2008
Floating Women
who are greedy for women.
At the time of rainy dark night.
The street women lose everything.
Nobody hear their sad crying at night.
Then, these women are affected of AIDS.
Everybody has to repent,
if nobody thinks about them.
They are not rehabilitated ,
who are floated.
Why doesn't think about shelter less
Who conscientious person,
The country loses dignity
if they spread bed disease.
This picture belong to Jim & Marie's life through the lens
Saturday, July 19, 2008
Happy birthday to Shifa
In this day, I wish ,may Allah bless her whole life and long live.
A beautiful star
Give her love
by hugging my breast
to be self forgetful
when she call me Mom
my mind fulfill with joy.
I wish SHIFA all the success and happiness in her life on her 4th BIRTHDAY.
At first when you came
In this world,
You had cried alone
But all laughed.
You will build up
Such life,
You will laugh
In the death time,
But earth will cry.
শুভ জন্মদিন শিফা
সুন্দর একটি তারা
বুকে নিয়ে আদর দিলাম
হয়ে আত্নহারা,
মা যখন ডাকে আমায়
মন যে ভরে কানায় কানায়।
শিপার ৪র্থ জন্ম দিনে রইল আমার শুভকামনা-
প্রথম যেদিন তুমি
এসেছিলে ভবে,
কেঁদেছ তুমি একা
হেসেছিল সবে।
এমন জীবন তুমি
করিবে গঠন,
মরনে হাসিবে তুমি
কাঁদিবে ভুবন।
Friday, July 18, 2008
Speak of my mind
They love and affection me for good result.
Now a days, English is very essential for us. We can do nothing without English. If I know English I will be able to read English news paper, magazine and English story book, and I will be able to use computer,E-mail, internet, mobile etc.
My family is small and happy.we are four family members, my husband,our two daughters and I . I think , how to happy my family? I am a simple housewife. I maintained with my own hand to my home.
I like to read Islamic books,tree plantation, photography & write my own blog. Recently, I am interesting that to learning on computer internet and knowing English. My favorite hobby is read book and tree plantation.becouse, it is our real friends. Trees keep the soil strong and save us from flood and any natural calamities.
My sweet dreams is how I will make a good person to my child, my innocent think is I can go to paradise if Allah wishes! And I desire more, how to serve the helpless and needy. In the end, I hope that all Muslims practice there own religion along with their general education. At least say prayers and I think, it is good to maintain the hijab system.because it is peaceful dress. It saves us from rough eyes of evil man. Then he can express himself as a real WISEMAN.
My Family
We have done saving account for our child future life. I don't watch T.V.and don't put T.V. in my home. So, I give my child differently-like sing a song, drawing picture. I tell to my children on advisable and I buy for them of story book.
I want to build up such a family that as others can learn something from that family. All of them loves and abide by me. I love to my family so much.
My Thoughts
I think how I can go to heaven and for this abide by the rules of Allah.I wish that all women of Bangladesh will become that skillful, active and self-confident.
Always,I pray to Allah for the world to become as warless peaceful heaven. I wish that so serve unselfish the others and to help the needy and helpless. So that, all remember me after my death.
Monday, July 14, 2008
বর্ষা এলে
বৃষ্টি যখন টিনের চালায়
ঝুপঝুপিয়ে পড়ে,
ছোট-খাট উঠাণ খানা
পানিতে যায় ভরে।
বাচ্চা গুলো খাটের উপর
সারাটি দিন লাফায়
বৃষ্টি তখন তাল মিলায়,
করুণ সুরের মূর্ছণায়
অবিরাম ঝরে ধূলির ধরায়।
বর্ষা এলে ফর্সা হয়
গাছের পাতারা,
কষ্ট আশ্রয়হীন
-ফুটপাতিয়ারা।
কাজ পায়না সারাটি দিন
মেহনতি মানুষ,
অলস হয়ে ঘরে বসে
কাটে তাদের উপোস।
মশার বিজয়
মশা সব করে রব
সারা রাত ধরে,
মশারি ছাড়া হয়না শোয়া
দিন-দুপুরে।
ড্রেনের পাশে যাদের বাস
তাদেরই হয় সর্বনাশ।
ঘরে ঢুকলে মনে হয়
এতো আমার ঘর নয়,
মশা করছে রাজত্ব
মশারই ঘর বোধহয়।
পড়ার টেবিল,খাট, সোফা,
বাথরুম কি পাকের ঘর
ভুলেনাতো প্রতিদিন সে
নিতে সবার খোঁজ-খবর।
ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড
দেয় সে উপহার
কয়েল-স্প্রে-সিটি মেয়র,
মশা নিধনে সবাই
মেনে নিল হার।
তাই মোরাও মেনে নিলাম
মশাদের সব উৎপাত,
সন্ধি হল মশার সাথে
মোরা বাস করব
আজীবন একসাথ।
Wednesday, July 9, 2008
A Great Woman –Dr. Kathryn B. Ward
She is an American, professionally professor and researcher. She had come in Bangladesh purpose on woman research. She came in Bangladesh and observed the weakness of Bengali women. She built up woman welfare basis organization`Nari Jibon project’ in 2005 with some kind hearted people of Bangladesh.
Welfare basis this organization cooperates to increase the skill and constructive work, such as-- computer, graphics design, photography, hardware, Bengali, tailoring and English Spoken etc. Such kinds of activities help a woman and never break off her progress to go front. So that they don’t need to depend on others. She could live as highly regarded person in society with lofty head and honour.
Nari Jibon helps the female to over come from defenseless and lead to move and stroll with proficiency. By dint of Nari Jibon, today I can browse Internet in spite of as a simple housewife. When I think that, I am a student of Nari Jibon and I feel proud. Here every teachers and students are female. So no gathering happens of male and female. This type of Nari Jibon office environment is very comfortable for women. I have no idea about the same type of organization is there in any other places.
As a good wisher, I strongly oppeal and demand from my core heart –should more expended the branches of Nari Jibon in other places, especially women who lives in villages. They could do better if they would get opportunity. Welfare related organization slighthy think for those type of woman as a result in spite of merit they are confined in a narrow area.
In the end, again I wish good luck to Madam and May Nari Jibon lives long, and it extends in all districts even villages in the whole country. Through her core helping every women of Bangladesh can be expert, active and self-confident. Dr. Kathryn B. Ward may live by the heart of skillful and successful women.
Good and bad of summer season
In the summer season- ponds, canals even the rivers get dried. For that we don’t get pure drinking water. Excess heat and impure drinking water cause of different kinds of diseases, like-- diarrhea, cholera and allergy etc. For this, many people dislike this season. In this time we wait for heavy rain. I like Rainy season.
Though, it is very hot in summer but many kinds of fruits are available in this time, like-Mango, black-berry, jack-fruits, litchi, water melon, palm, wood-apple, pine-apple etc.
So, this month is called of honey-month. Though all people stay in impatient in the summer, but all tolerate it for the juicy and delicious fruits. But the summer season does not suit me.
Tuesday, July 8, 2008
ফুটপাতের নগ্নরূপ
ফুট পাতের উপর দিয়ে
যায় যখন স্কুলে
রাস্তাটি থাকে তখন
ফেরীওয়ালার দখলে।
সবজি আর ফলমূলে
ভরপুর থাকে ফুটপাত
পারিনা হেঁটে যেতে
ভাবি একি উৎপাত।
কত দূরে গেলে উঠে পড়ি
ফুটপাতে তাড়াতাড়ি
হায় কপাল! ফুটপাতে বাঁধা আছে
খালি এক ভ্যান গাড়ি।
খোলা রাস্তায় কত হাঁটা যায়
পড়ি যদি বাচ্চা নিয়ে দূর্ঘটনায়
আবারো উঠি ফুটপাতে
যায় কিছু পথ নিরাপদে।
হোঁচট খেয়ে পড়ে গিয়ে
বাচ্চা ব্যথা পায়
ব্যাপার কি দেখি? ফুটপাতে দাঁড়িয়ে
দেয়াল পত্রিকা পড়ছে সবাই।
আবারো ফুটপাতে হাঁটা দিলাম শুরু
একটু যেতেই দেখি বাধাঁ এক গরু।
কি আর করি ? স্কুলের হয় দেরী
তাই সব মেনে নিয়ে হাঁটি তাড়াতাড়ি।
পৌঁছি যখন স্কুলের কাছাকাছি
ফুটপাতের উপর মলত্যাগ
উহ! সত্যিই বাড়াবাড়ি।
ফুটপাতের হাহাকার
প্রতিদিন এত অত্যাচার
দায়িত্ব নেই কারো
সবাই আছে নির্বিকার।
এতসব অত্যাচার,
যারা ফুটপাতের করি ব্যবহার ।
এসবের আছে কি-
Monday, July 7, 2008
Saturday, July 5, 2008
Education for women
Women neglected all time but an educated woman can established to yourself at society. In spite of death of her husband she never be upset. She will be able to establish her child. She can lives respectfully in society with lofty head.
The environment of whole family becoming a peaceful-heavenly by means of well educated, polite and religious woman.
Come on; develop our daughter’s capabilities with wise, skillful and active.
Tuesday, July 1, 2008
I feel proud to be a Bangladeshi
Bangladesh is an agricultural country. The soil of Bangladesh is very fertile. So, golden crops grow in our country. Most of the people live in village.