ফুট পাতের উপর দিয়ে
যায় যখন স্কুলে
রাস্তাটি থাকে তখন
ফেরীওয়ালার দখলে।
সবজি আর ফলমূলে
ভরপুর থাকে ফুটপাত
পারিনা হেঁটে যেতে
ভাবি একি উৎপাত।
কত দূরে গেলে উঠে পড়ি
ফুটপাতে তাড়াতাড়ি
হায় কপাল! ফুটপাতে বাঁধা আছে
খালি এক ভ্যান গাড়ি।
খোলা রাস্তায় কত হাঁটা যায়
পড়ি যদি বাচ্চা নিয়ে দূর্ঘটনায়
আবারো উঠি ফুটপাতে
যায় কিছু পথ নিরাপদে।
হোঁচট খেয়ে পড়ে গিয়ে
বাচ্চা ব্যথা পায়
ব্যাপার কি দেখি? ফুটপাতে দাঁড়িয়ে
দেয়াল পত্রিকা পড়ছে সবাই।
আবারো ফুটপাতে হাঁটা দিলাম শুরু
একটু যেতেই দেখি বাধাঁ এক গরু।
কি আর করি ? স্কুলের হয় দেরী
তাই সব মেনে নিয়ে হাঁটি তাড়াতাড়ি।
পৌঁছি যখন স্কুলের কাছাকাছি
ফুটপাতের উপর মলত্যাগ
উহ! সত্যিই বাড়াবাড়ি।
ফুটপাতের হাহাকার
প্রতিদিন এত অত্যাচার
দায়িত্ব নেই কারো
সবাই আছে নির্বিকার।
এতসব অত্যাচার,
যারা ফুটপাতের করি ব্যবহার ।
এসবের আছে কি-
No comments:
Post a Comment